Motul, Motul Engine Oil

নকল ইঞ্জিন অয়েল থাকে সাবধান

নকল ইঞ্জিন অয়েল থাকে সাবধান

নকল ইঞ্জিন অয়েল থাকে সাবধান

নিজের ভালো পাগলেও বুজে , আমরা সকলেই এই কথার অর্থ বুঝি । কিন্তু আমাদের বিশ্বাস আর না জানাকে কাজে লাগিয়ে নকল প্রোডাক্ট ধরিয়ে দিচ্ছে  কিছু অসাধু দোকানদার এবং কিছু গ্যারেজ মিস্ত্রি ।

আমরা তাদের বিশ্বাস করে বলি ” ভাই ভালো মোবিল কোনটা ” ব্যাচ মুরগি পাইছে এরবার জবাই ।

ননব্র্যান্ড প্রোডাক্ট এ বেশি লাভ , তাই তারা বলে ” ভাই MOTUL ঐটাতো নকলে ভরা, এইটা নেন নতুন আইছে , খুব ভালো। এখনো নকল হয় নাই ।

নকল ইঞ্জিন অয়েল এ ক্ষতিকর কেমিক্যাল মিশানোর কারণে আপাতত আপনার কাছে ভালো মনে হলেও কিছু দিন পরেই বুঝাযায় কি ক্ষতিটা হয়েছে ।

এই সমস্যা সমাধানে MototechBD হাজির তাদের VOID স্টিকার ও অত্তাধুনিক QR স্ক্যান সিস্টেম নিয়ে । যার মাধ্যমে আপনি অতি সহেজে এ চিনতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলা।

 

Authentic Product পেতে  অবশ্যই যা খেয়াল রাখবেন:

  1. প্রোডাক্ট এর গায়ে MototechBD ভয়েড স্টিকার ঠিক আছে কিনা !
  2. QR কোডটি স্ক্যান করে সাবমিট করে দিন, তাহলে এইটা কেউ নকল করতে পারবেনা | যতবার স্ক্যান করবেন আপনার নাম দেখাবে |
  3. প্রোডাক্ট এর গায়ে BSTI স্টিকার আছে কিনা ? Use এর পরে BSTI স্টিকার টি তুলে ফেলুন (২০২২ এর আগের কিছু প্রোডাক্ট এ BSTI স্টিকার থাকেনা )।
  4. Use এর পরে পারলে বোতল টি নষ্ট করে ফেলুন, যা নকল রোধে সবথেকে কার্যকরী |

বিশেষ দ্রব্যষ্ট : কিছু অতি জ্ঞানী Youtuber বোতল এর উৎপাদন তারিক আর বোতল এর গায়ের এক্সপোর্ট তারিক নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করছে । আমরা তাদের বলবো আপনার ইম্পোর্টার এর অফিস এর যান, তাদের থেকে জানুন এবং কারা কারা  তাদের authorized  সেলার ঐটা তুলে ধরুন । এতেও আপনাদের ভিডিও থাকে ইনকাম হবে এবং জনগণ ও অনেক উপকৃত হবে ।

 


Related Posts

One thought on “নকল ইঞ্জিন অয়েল থাকে সাবধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *