Eicher

Eicher Truck Maintenance Process

Eicher Truck Maintenance

Eicher Truck Maintenance Process:

  • আইশার স্টিকারযুক্ত (অরিজিনাল) ফুয়েল ফিল্টার,অয়েল ফিল্টার,এয়ার ফিল্টার,বাই-পাস ফিল্টার অবশ্যই ব্যাবহার করতে হবে।
  • ৫০০০ কিঃ মিঃ এ প্রথম ফ্রী সার্ভিস করতে হবে এবং পরবর্তিতে ,৮০০০-১০০০০ কিঃ মিঃ পরপর যথাক্রমে ২য় এবং ৩য় ফ্রী সার্ভিস করতে হবে। একই ভাবে ফ্রী সার্ভিস শেষ হবার পর প্রতি ৮০০০-১০০০০ কিঃ মিঃ পর পর ইঞ্জিন ওয়েল (Grade – 15W40) পরিবর্তন করতে হবে।



  • গিয়ার ওয়েল প্রতি ৭ দিন পরপর চেক করতে হবে এবং ২৫,০০০ কিঃ মিঃ পরপর পরিবর্তন করতে হবে। (Grade – 80W90)
  • ডিফারেন্সিয়াল ওয়েল প্রতি ৭ দিন পরপর চেক করতে হবে এবং ২৫,০০০ কিঃ মিঃ পরপর পরিবর্তন করতে হবে। (Grade 85W140)
  • প্রতি ৩ দিন পরপর এয়ার ফিল্টার এ হাওয়া দিয়ে পরিষ্কার করতে হবে এবং ২০০০০-২৫০০০ কিঃ মিঃ পর পরিবর্তন করতে হবে।
  • এয়ার ফিল্টার এর ভেতর সেফটি কার্টিজ অবশ্যই থাকতে হবে যাতে করে বালিকণা ইঙ্গিনের ভেতর প্রবেশ করতে না পারে।
  • প্রতিদিন সকালে গাড়ী চালু করার পূর্বে অবশ্যই ওয়াটার সেপারেটর  হতে জমে থাকা পানি ফেলে দিতে হবে। ওয়াটার সেপারেটর ২৫০০০ কিঃ মিঃ এর পর পরিবর্তন করতে হবে।


  • ফুয়েল ট্যাংকে সর্বনিম্ন ৩০ লিটার তেল থাকা অবস্থায় নতুন করে তেল রি-ফিল করতে হবে, অন্যথায় ফুয়েল পাম্প নষ্ট হওয়ার ঝুকি থাকবে।
  • প্রতিদিন সকালে গাড়ী স্টার্ট করার পূর্বে অবশ্যই ওয়েল গেজ দিয়ে ইঞ্জিন ওয়েল এর লেবেল দেখে নিতে হবে। গাড়ী স্টার্ট করার সাথে সাথে পিক আপ দেয়া যাবে না,কমপক্ষে ২ মিনিট আইডল অবস্থায় রাখার পর পিক আপ দিতে হবে। দিনশেষে বন্ধ করবার সময় একই নিয়ম অনুসরণ করতে হবে।
  • প্রতি ৭ দিন পরপর নিপল গ্রিজ করতে হবে যেমন কিং পিন,স্টেয়ারিং কলাম,প্রপেলার শেফট ইত্যাদি।
  • যে কোন ওয়ারেন্টি প্রাপ্তির জন্য “Eicher Truck Maintenance” ফ্রী সার্ভিস শেষ হওয়ার পর র‌্যাংগস মটরস ওয়ার্কশপ হতে গাড়ীর মাসিক রক্ষণাবেক্ষণ কমপক্ষে ১ বছর করতে হবে, এক্ষেত্রে ওয়ারেন্টি প্রাপ্তি সহজ হবে।

Md. Ashik Ur Rahman
Cell No: 01723-818338
Email: smnashit@gmail.com



Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *